রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে পৌর কেন্দ্রিয় ঈদগাহ মাঠে বড় জামাত অনুষ্ঠিত

গুরুদাসপুরে পৌর কেন্দ্রিয় ঈদগাহ মাঠে বড় জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাটোরের গুরুদাসপুর উপজেলার পৌর কেন্দ্রিয় ঈদগাহ মাঠে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়। আজকে সকাল ৮টায় পৌরসদরের চাঁচকৈড় তালুকদার মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে ওই জামাত অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও নানা শ্রেণিপেশার মানুষ অংশ নিয়ে ঈদের নামাজ আদায় করেন। বড় জামাতের সহিত ঈদ নামাজ পড়তে শুরুর আগেই দল বেঁধে মুসল্লিগণ এই কেন্দ্রিয় ঈদগাহ মাঠে আসতে দেখা যায়। কানায় কানায় পূর্ণ হয় এই ঈদগাহ মাঠ। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন মুসল্লিরা। পরে ধর্মপ্রাণ মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি মধ্যে দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *