রবিবার , নভেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রাম পৌরসভার ৯টি ওয়ার্ডে ভিজিএফ এর চাল বিতরণ 

নন্দীগ্রাম পৌরসভার ৯টি ওয়ার্ডে ভিজিএফ এর চাল বিতরণ 

নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৪ হাজার ৬২১ জন সুবিধাভোগীর মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে নন্দীগ্রাম পৌর ভবনে এ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান। সেসময় নন্দীগ্রাম পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। 

নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান জানান, নন্দীগ্রাম পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রকৃত অসহায়-হতদরিদ্রের তালিকা তৈরি করে মোট ৪ হাজার ৬২১ জনকে ভিজিএফ এর ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

আরও দেখুন

নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত করা হয়েছে। এখন হেমন্তকাল। মাঠ …