সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় ট্রেনে কেটে যুবকের মৃত্যু

বাগাতিপাড়ায় ট্রেনে কেটে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে জিবরান আলী (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে পৌরসভার পাশের রেল লাইনে এ ঘটনা ঘটে। নিহত জিবরান উপজেলার সোনাপাতিল মহল্লার জিন্নাত আলীর ছেলে।

জানা গেছে, মাদকসেবী হওয়ায় পরিবারের সঙ্গে ভালো যোগাযোগ ছিল না তার। বুধবার সকালে রেল লাইনের ধারে ওই যুবকের লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে মৃতের স্বজনরা ছুটে এসে লাশটি উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মুক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ওই যুবক মানসিক রোগী ছিলেন। তার মৃত্যুতে পরিবারসহ কারও অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …