নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা বিতরণ

বড়াইগ্রাম ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রাম পৌরসভার উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে পৌর এলাকার ৪৭টি মসজিদে দায়িত্বরত খতিব, ইমাম ও মুয়াজ্জিনের মাঝে সম্মানী ভাতা বিতরণ করা হয়েছে। সোমবার পৌর মিলনায়তনে মেয়র এবং জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাজেদুল বারী নয়ন ইমাম-মুয়াজ্জিনদের হাতে মোট ৮৪ হাজার ৬শ’ টাকা তুলে দেন।
পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বড়াইগ্রাম পৌর ইমাম কল্যাণ সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা আহমদুল্লাহ ও সাধারণ সম্পাদক মাওলানা মহররম আলী, উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক, ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সামাদ ও দিল মোহাম্মদ চৌধুরী, হিসাবরক্ষক ফিরোজুল ইসলাম বক্তব্য রাখেন।
এ সময় মেয়র মাজেদুল বারী নয়ন বলেন, আমরা সবার সঙ্গে মিলেমিশে ঈদের আনন্দ উপভোগ করতে চাই। বিভিন্ন মসজিদে কর্মরত ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা খুবই কম। তাই তারা যেন সঠিকভাবে ঈদের আনন্দ করতে পারেন সেজন্য পৌরসভার পক্ষ থেকে প্রতিবারের ন্যায় এবারও সম্মানী ভাতা দিয়েছি।

আরও দেখুন

নাটোরে প্রচারণাকালে চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক:নাটোর সদর উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারনাকালে চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তারুল ইসলাম আলমের ২জন কর্মী-সমর্থকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *