নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা 

সিংড়ায় জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা 

নিজস্ব প্রতিবেদক, সিংড়া : 

নাটোরের সিংড়ায় জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক কর্মকর্তা ডা: শিবলী নোমান শুভের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,

 উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি,  উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ইফতেখারুল ইসলাম, 

তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, সিংড়া থানার ইন্সপেক্টর তদন্ত রফিকুল ইসলাম, সিংড়া পৌরসভার সচিব আলহাজ্ব মো: আব্দুল মতিন, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ প্রমুখ। 

 মুল প্রবন্ধ উপস্থাপন করেন, স্বাস্থ্য অধিদপ্তরের এমডিভি অফিসার, সিডিসি জিন্নুরাইন আলী শাহ্। 

সভা পরিচালনা করেন, যক্ষা নিয়ন্ত্রণ কর্মকর্তা মোমিনুল ইসলাম। 

বক্তারা বলেন, প্রথম কক্সবাজারে জলাতঙ্ক রুগীর পাইলট প্রজেক্ট হাতে নেয়া হয়। এতে আমরা সফল হয়েছি। বর্তমানে ১৭ টি জেলায় জলাতঙ্ক নির্মূলে প্রজেক্ট চলছে। ৮টি টিম কুকুরের টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সিংড়া উপজেলায় কাজ করবে।

আরও দেখুন

নাটোরে প্রচারণাকালে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ 

নিজস্ব প্রতিবেদক: নাটোর সদর উপজেলার প্রতিদ্বন্দ্বী ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *