নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রাম থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ 

নন্দীগ্রাম থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ 

নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনকে প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ করে জনগণ। শনিবার (৮ এপ্রিল) বিকেল সোয়া ৫ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পাশের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। 

অবরোধকারীরা জানান, সম্প্রতি নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি ও বাসাবাড়িতে চুরি বেড়ে যায়। তাই তাঁকে আমরা প্রত্যাহার করার দাবি করছি। 
পরে থানা থেকে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দেয়। এরপর গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয় জানতে চাইলে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, মহাসড়ক অবরোধ করার বিষয় আমার জানা নেই।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …