মঙ্গলবার , এপ্রিল ৮ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে মাটিবাহী ট্রাক্টর উল্টে চালক নিহত

লালপুরে মাটিবাহী ট্রাক্টর উল্টে চালক নিহত

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে মাটিবাহী ট্রাক্টর উল্টে জয় মিয়া (২২) নামের এক ট্রাক্টর চালক নিহত হয়েছে। সে উপজেলার নরেন্দ্রপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে। শনিবার (০৮ এপ্রিল) সকালে লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের সাদীপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, সাদীপুর গ্রামে পুকুর খননের মাটি ট্রাক্টর দিয়ে পরিবহন করছিলেন। সকালে মাটিসহ ট্রক্টরটি রাস্তায় উঠতে গেলে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এসময় ট্রাক্টরের চালক জয় মিয়া গুরুতর আহত।

স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে পাশ্ববর্তী ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। লালপুর থানার ওসি মোনয়ারুজ্জামান বলেন, এবিষয়ে লালপুর থানায় এখনো কেউ কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও দেখুন

গুরুদসপুরে বিনামূল্যে বীজও সার বিতরণ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,২০২৪-২৫ অর্থবছরের খরিপ মৌসুমে নাটোরের গুরুদসপুরে উফশী আউশ,গ্রীষ্মকালীন মুগ, তিল, পাঠ ফসলের …