নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক ফরিদ মন্ডলের বিরুদ্ধে। নিয়ম অনুযায়ী প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের দেওয়ার কথা থাকলেও ওই শিক্ষার্থীদের বাদ দিয়ে প্রধান শিক্ষকের ভাতিজী, সহকরী শিক্ষকের ছেলে-মেয়েদের দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সম্প্রতি জনশুমারী ও গৃহগণনা প্রকল্প থেকে প্রাপ্ত প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ গুরুদাসপুর উপজেলার ২৯টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে ১৭৪টি ট্যাবলেট (ট্যাব) বিতরণ করা হয়। মেধাবী শিক্ষার্থীদের তালিকা চাওয়া হয় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছ থেকে। প্রতিটি বিদ্যালয় থেকে প্রাপ্ত তালিকা থেকে ট্যাব বিতরণ করা হয়েছে।
দশম শ্রেণীর শিক্ষার্থী ফারহান হোসেনের বাবা ফরহাদ আলী জানান,‘আমার ছেলে অত্যন্ত মেধাবী। দশম শ্রেণীতে তার রোল নম্বর (১)। অথচ তাকেও ট্যাব দেওয়া হয়নি। আমি জানার পর প্রতিবাদ করতে গিয়েছিলাম। তখন আমাকে বলেছে পরে দিবে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা এমন অনিয়ম করলে কোমলমতি শিক্ষার্থীরা কি শিখবে। তাই আমি এর সুষ্ট্য বিচার দাবি করছি।’
প্রধান শিক্ষক মো. ফরিদ মন্ডল জানান, ‘ভূল ভ্রান্তি হতে পারে। বিদ্যালয় ছুটি হয়ে যাওয়ার কারনে তরিঘরি করে সিদ্ধান্ত নিতে গিয়ে বুঝতে পারিনি। যারা পেয়েছে তাদের কাছ থেকে ট্যাব ফেরত নিয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে দিয়ে দিবো।’
এ বিষয়ে গুরুদাসপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার মুঠোফনে বলেন,‘এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। আমি নতুন যোগদান করায় ভাল ভাবে তালিকা গুলো তদন্ত করতে পারিনি। তাছাড়াও অনেক আগে এই তালিকা দিয়েছিলো প্রধান শিক্ষক। অতি দ্রত প্রকৃত মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব গুলো প্রদান করা হবে এবং এই অনিয়মের ব্যাখ্যা প্রধান শিক্ষকের কাছে চাওয়া হবে।’
আরও দেখুন
নাটোরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক কর্মশালা
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে ই- গভন্যাস ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ …