রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় আমিন উদ্দিন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মশিন্দা ইউনিয়নের রানীগ্রাম টোলপ্লাজা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত আমিন রানীগ্রামের মো. নাজমুল হকের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মতিন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রাইভেট পড়ার জন্য ৩টার দিকে বাড়ি থেকে বের হয় আমিন। প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে শ্যালো মেশিন চালিত টেম্পুর ধাক্কায় মাথায় প্রচন্ড জোরে আঘাত লাগলে গুরুত্বর আহত হয় সে। এসময় স্থানীয়রা উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমিন রানীগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর শিক্ষার্থী ছিল।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …