নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ

নন্দীগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ

নিজস্ব প্রতিবেদক: 
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে হতে এ বাইসাইকেল বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির অর্থ দ্বারা এ উপজেলার ২০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্রীদের জন্য বাইসাইকেল ক্রয় করা হয়। 

বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত, উপজেলা পরিষদের মহিলা ভাইস শ্রবণী আকতার বানু, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা সরকার ও বাংলাদেশ আদিবাসী ফোরাম উপজেলা শাখার সভাপতি প্রদীপ কুমার বাগদী প্রমুখ।
ছাত্রীরা নতুন বাইসাইকেল হাতে পেয়ে খুব খুশি হয়। তারা বলেন, এখন থেকে আমাদের স্কুল যেতে অনেক সুবিধা হবে।

আরও দেখুন

নন্দীগ্রামে ছিনতাই হওয়া ধানবোঝাই ট্রাকসহ তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা বাসস্ট্যান্ড এলাকা থেকে ছিনতাই হওয়া ধানবোঝাই ট্রাক উদ্ধারসহ তিন …