নিজস্ব প্রতিবেদক:
নাটোরে মাহে রমজান ও ঈদ-উল-ফিতর ঈদ উপলক্ষ্যে সমাজের সুবিধা বঞ্চিত, অসহায় দরিদ্র মানুষের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বড়হরিশপুর এলাকায় জনতা ব্যাংকের আয়োজনে ৪ শতাধিক পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করেন জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের এফসিএ পরিচালক অজিত কুমার পাল।
এসময় জনতা ব্যাংক রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মহা পরিচালক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জনতা ব্যাংকের এরিয়া উপ-মহাব্যবস্থাপক সফিকুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক আব্দুল হালিম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমসহ ব্যাংক কর্মকর্তাবৃন্দ।
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে মাহে রমজান ও ঈদ উপলক্ষে অসহায় দরিদ্র মানুষের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …