রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর পৌরসভার পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবস উদযাপন

নাটোর পৌরসভার পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক: 
নাটোর পৌরসভার পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। রবিবার দিনের প্রথম প্রহরে স্বাধীনতা চত্বরে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, নিরবতা পালন এবং দোয়া পরিচালনা করা হয় ।
পরে পৌরসভা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, নীরাবতা পালন, দোয়া পরিচালনার করা হয়।

জেলা প্রশাসনের সাথে শহীদ শামসুল হুদা হ্যাপী, আতা ও অবিনাশের কবরে পুষ্পস্তবক অর্পন, দোয়া পরিচালনা করা হয়। পৌরসভা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ রেজা,রঞ্জু,সেলিম এবং বাবুলের কবরে পুষ্পস্তবক অর্পন, নীরবতা পালন এবং দোয়া পরিচালনা করা হয়। পৌর মেয়র উমা চৌধুরী জলির নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন পৌর কর্মকর্তা ও কর্মচারীরা।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …