রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / লালপুরে মুক্তিযোদ্ধার স্ত্রীকে হত্যার ঘটনায় দুই নারী সহ আটক-৭

লালপুরে মুক্তিযোদ্ধার স্ত্রীকে হত্যার ঘটনায় দুই নারী সহ আটক-৭


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুর উপজেলার বড়বড়িয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আছিয়া বেগম(৬৫) নামের এক বীর মুক্তিযোদ্ধার স্ত্রীকে হত্যার ঘটনায় দুই নারী সহ ৭ জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতা হলো,একই এলাকার হাজেরা বেগম (৩৮),রেনুকা বেগম (৪১),বক্কর আলী (৪৫),ইউসুফ আলী(২০),জনাব আলী(৪০),হান্নান আলী(৪৬),বদরুল ইসলাম বাদল(৬০)। ২১ মার্চ মঙ্গলবার ওই হত্যার ঘটনা ঘটে। পরে নিহতর স্বামী বীর মুক্তিযোদ্ধা শাফায়েত উল্লাহ বাদী হয়ে স্থানীয় থানায় ১২ জন সহ অজ্ঞাতানামা ৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলার অভিযোগ দায়ের করেন বলে জানা গেছে। লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …