নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা কর্মশালা অনুষ্ঠিত

বড়াইগ্রামে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর হলরুমে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা কর্মপরিকল্পনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে প্যানেল মেয়র শরীফুন্নেছা শিরিণের সভাপতিত্বে ও নির্বাহী প্রকৌশলী আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান বক্তা হিসেবে দেব কনসালটেন্টস্ এর ডিজাইন প্রকৌশলী ফরহাদুল ইসলাম, আলোচক হিসেবে শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, কাউন্সিলর ইমান আলী, মোস্তাফিজুর রহমান মাসুদ, মোহিত কুমার সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ কর্মশালায় বনপাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, সাংবাদিক, পৌর কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, স্যানিটেশন ও পরিচ্ছন্ন কর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশ নেয়।

আরও দেখুন

লালপুরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ 

নিজস্ব প্রতিবেদক, লালপুর: আসন্ন উপজেলা পরিষদের ২য় ধাপ নির্বাচনে নাটোরের লালপুরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ …