সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থীতা ঘোষনা দিলেন আব্দুল কুদ্দুস

নাটোর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থীতা ঘোষনা দিলেন আব্দুল কুদ্দুস

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ও দয়ারামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস নিজেকে এই আসনের প্রার্থী হিসেবে ঘোষনা করেছেন।

রোববার (১৯ মার্চ ২০২৩) তার নিজ বাড়ি বাগাতিপাড়া থেকে বিকেলে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে সন্ধায় ওয়ালিয়া ট্রাফিক মোড়ে এক সংবাদ সম্মেলনে তিনি তার প্রার্থীতা ঘোষনা করেন।

সংবাদ সম্মেলনে বলেন, এ আসনে সবাই একজন আদর্শ ও যোগ্য প্রার্থী চায়। সেই হিসেবে তিনি নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরে জানান, দল তাকে মনোনয়ন দিলে আগামী দিনে লালপুর-বাগাতিপাড়াকে আধুনিক, ডিজিটাল ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবেন। এর আগে কয়েক’শ মোটরসাইকেল ও ট্রাক নিয়ে দুই উপজেলার বিভন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে শোভাযাত্রা করে এলাকায় তার প্রার্থীতার জানান দেন।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …