সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় আশ্রয়ন প্রকল্পের ঘর পাচ্ছেন ২০০জন ভূমিহীন পরিবার

নলডাঙ্গায় আশ্রয়ন প্রকল্পের ঘর পাচ্ছেন ২০০জন ভূমিহীন পরিবার

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের নলডাঙ্গায় নতুন করে আরো ২০০জন ভূমিহীন পরিবার আশ্রয়ন প্রকল্পের ঘর পাচ্ছেন। আগামী বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সেরর মাধ্যমে সুবিধাভোগীদের মাঝে এসব ঘর হস্তান্তর করবেন।সোমবার সকালে উপজেলা পরিষদ সন্মেলন কহ্মে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার।

তিনি জানান চতুর্থ ধাপের ৩০৮টি ঘরের মধ্যে আরো ১০৮ টি ঘর নির্মান শেষে তালিকাভুক্তদের মাঝে তুলে দেওয়া হবে। প্রতি ঘরে ২ লহ্ম ৮৪ হাজার ৫শত টাকা করে ৩০৮ ঘরে মোট ৮ কোটি ৭৬ লাখ ২৬ হাজার টাকা ব্যয় হয়েছে বলে তিনি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো জানান এর আগে আশ্রয়ন প্রকল্পের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে মোট ১৭৭ টি ঘর হস্তান্তর করা হয়েছে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …