শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশি বাধার অভিযোগ

বাগাতিপাড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশি বাধার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নির্ধারিত স্থানে পুলিশি বাধার কারণে স্থান পরিবর্তন করে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাগাতিপাড়া জাতীয়তাবাদী যুবদল। তবে পুলিশ বলছে এ ব্যাপারে কাউকে বাধা দেয়া হয়নি। রোববার জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী যুবদলের বাগাতিপাড়া উপজেলা শাখা আলোচনাসভার আয়োজন করে।

ঘোষিত কর্মসূচি পালনের লক্ষ্যে সকালে উপজেলার চিথলিয়া উচ্চ বিদ্যালয়ে সমবেত হয় যুবদলের নেতা-কর্মিরা। এ সময় পুলিশি বাধায় ঘোষিত কর্মসূচি পালন করতে পারেনি তারা। পরে নেতাকর্মিরা বিভক্ত হয়ে দয়ারামপুর ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষ করে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকির কর্মসূচি পালন করা হয় বলে জানান, বাগাতিপাড়া থানা যুবদলের সাধারণ সম্পাদক শামীম সরকার। সেসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া থানা যুবদলের প্রচার সম্পাদক খুরশেদ আলম, আইন বিষয়ক সম্পাদক হুমায়ন কবীর, থানা ছাত্রদলের সভাপতি তোফাজ্জল হোসেন মিঠু, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, ছাত্র নেতা শফিক, আজগর, সুমনসহ অন্যান্য নেতাকর্মিরা।

এদিকে বাগাতিপাড়া মডেল থানার ওসি আব্দুল মতিন বলেন, কোন ঘরের মধ্যে এমন অনুষ্ঠান করতে পারে তারা। এ ব্যাপারে চিথলিয়া স্কুলে গিয়েছিলাম স্কুল তালাবদ্ধ পেয়েছি, স্থানিয়দের সাথে কথা বলেছি তারও এ ব্যাপারে কিছু বলতে পারেনি। সেখানে কাউকে পাওয়াও যায়নি, কাউকে বাধাও দেয়া হয়নি, সেখানে কেউ ছিলওনা। এছাড়া বাগাতিপাড়া এলাকায় এমন কর্মসূচি পালনের কোন সংবাদ আমার জানা নেই। তবে নিজের ঘরের মধ্যে চার পাঁচ জন ব্যানার নিয়ে প্রচারের জন্য এমন করতে পারে।

আরও দেখুন

লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …