শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের সিংড়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় ৭০ বছরের বৃদ্ধ আটক

নাটোরের সিংড়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় ৭০ বছরের বৃদ্ধ আটক

নিজস্ব প্রতিবেদক

নাটোরের সিংড়ায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টাকারী লোকমান পুলিশী হেফাজতে। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানায় উপজেলার চামারি গ্রামে ৭০ বছরের লোকমান আলী ৮ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে। লোকমান কে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়ের হয়নি। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল সকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।

আরও দেখুন

সিংড়ায় ইটভাটায় জলা দখল! জলাবদ্ধতার

শিকার ৫শ একর জমি নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় শেরকোল ইউনিয়নের ৫ টি গ্রামের ৫ শ …