নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ‘আউটকাম বেইজড টিচিং লার্নিং এন্ড অ্যাসেসমেন্ট টুওয়ার্ডস বেইট এন্ড বিএসি অ্যাক্রিডিটেইশন’ শীর্ষক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পাসের স্কাইলাইট হলে আইসিই বিভাগের উদ্যোগে এবং আইকিউএসি এর সহযোগিতায় দিনব্যাপী গত বৃহস্পতিবার (১৬ মার্চ) ওই প্রশিক্ষাণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল (অব.)।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘এই প্রশিক্ষণ কর্মশালা সকল শিক্ষকের শিক্ষার্থীদের শ্রেণিকার্যক্রমে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।’ তিনি প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের জন্য সকল সদস্যদের ধন্যবাদও জানান। শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার রিসোর্স পারসন ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইইই বিভাগের প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক। প্রশিক্ষণে কোর্স লার্নিং আউটকাম, প্রোগ্রাম লার্নিং ম্যাপিং, আউটকাম বেইজড প্রশ্নপত্র তৈরিকরা, ওপেন এন্ডেড ল্যাব, কেপিআই সেটিং এবং সিকিউআই প্রসেস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়সমূহ হাতে কলমে শেখানো হয়।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্ণেল শেখ শামীম হোসেন (অব.), বিভিন্ন অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, ডেপুটি রেজিস্ট্রার, শিক্ষকমন্ডলী ও কর্মকর্তাবৃন্দ।আইসিই বিভাগের প্রভাষক মো. মেহেদী হাসান ইমরান এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আইসিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রুবেল বাশার। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি প্রশিক্ষণ কর্মশালার রিসোর্স পারসন কে ক্রেস্ট প্রদান করেন।
আরও দেখুন
সিংড়ার শুকাশ ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নে সেটআপ প্রোগ্রাম (কমিটি গঠন) সম্পন্ন হয়েছে। …