সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / বিরামপুর দিওড়ে ভিডাব্লিউবি এর কার্ডের চাল বিতারণ

বিরামপুর দিওড়ে ভিডাব্লিউবি এর কার্ডের চাল বিতারণ

নিজস্ব প্রতিবেদক:

বিরামপুর দিওড়ে  ভিডাব্লিউ,বি এর কার্ডের চাল বিতারণ করা হয়েছে। গতকাল (১৩ মার্চ) সোমবার সকাল ১১ টায় বিরামপুর দিওড় ইউনিয়ন পরিষদ চত্বরে জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসের কার্ড প্রতি ৩০ কেজি করে ৬০ কেজি অথাৎ ২ বস্তা  মোট ৮০৪ বস্তা চাল মোট ৯ টি ওয়ার্ডের ৪০২ জনকে  ভিডাব্লবি এর চাল বিতারণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, দিওড় ইউনিয়নে চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল, সচিব মাসুদুর রহমান,ট্যাগ অফিসার পিয়াস ইবনে হাবিব, ওয়ার্ড সদস্য মুক্তার হোসেন, আজগর-১ ও আজগর-২, রবিউল ইসলাম প্রমুখ।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …