বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / আগুন নেভাতে গিয়ে নাটোরের সিংড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত-১, আহত -৩

আগুন নেভাতে গিয়ে নাটোরের সিংড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত-১, আহত -৩

নিজস্ব প্রতিবেদক:
আগুন নেভাতে গিয়ে নাটোরের সিংড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জগদীশ কুমার(৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে অপর তিনজন। আজ ৮ মার্চ বুধবার রাত দশটার দিকে উপজেলার ইটালী ইউনিয়নের কুমগ্ৰামে এই দুর্ঘটনা ঘটে। নিহত জগদীশ একই গ্রামের সুরেশ্বরের ছেলে।

ইতালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ জানান, আজ রাত দশটার দিকে উপজেলার কুমগ্রাম বাজারে জনৈক রাজ্জাক হুজুরের তালাবদ্ধ দোকান ঘরে আগুন লাগে। এ সময় সবার সাথে জগদীশ আগুন নেভাতে এগিয়ে আসে। আগুন নেভানোর এক সময়ে দোকানের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে জগদীশের গায়ে লাগলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
আহত অপর তিনজন দোকান মালিক আব্দুর রাজ্জাক, মন্টু এবং আব্দুর রউফ। এদের মধ্যে দোকান মালিক আব্দুর রাজ্জাক হুজুরকে আহত অবস্থায় উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় পাঁচটি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …