রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / লালপুরের ওয়ালিয়া থেকে ২জন মাদক ব্যবসায়ী আটক

লালপুরের ওয়ালিয়া থেকে ২জন মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, লালপুর:

নাটোরের লালপুরের ওয়ালিয়া বউ বাজার থেকে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০৭ মার্চ) সন্ধ্যায় ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর আব্দুর রহিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ওয়ালিয়া বাজার পাড়ার মৃত ডা: আবুল কালাম আজাদের ছেলে হাফিজুর রহমান (৩৯) ও সহযোগী ওয়ালিয়া পশ্চিমপাড়া এলাকার মৃত সুলতান হোসেনের ছেলে সাব্বির হোসেন (১৯)।

ইন্সপেক্টর আব্দুর রহিম জানান, মাদক ব্যবসায়ী হাফিজুর রহমান দীর্ঘদিন ধরে ফার্মেসি ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শুকনো গাঁজাসহ হাতেনাতে তাদে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার রযু করা হয়েছে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …