রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে অটো রিক্সার চাপায় শিশুর মৃত্যু

নাটোরে অটো রিক্সার চাপায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ফুফুর বাড়িতে বেড়াতে এসে অটোরিক্সার নিচে চাপা পড়ে লামিয়া নামে ৫ বছরের এক শিশু নিহত হয়। বৃহস্পতিবার দুপুরের দিকে সদর উপজেলার পাইকেরদৌল এলাকায় এই মর্মান্তি দুর্ঘটনাটি ঘটে। নিহত লামিয়া শহরের ডোমপাড়া এলাকার মনির হোসেনর মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, বৃহস্পতিবার সকালে লামিয়া তার বাবা-মার সাথে পাইকেরদৌল বেজভাগ গ্রামে ফুফা ফজলুর রহমানের বাড়িতে বেড়াতে আসে। দুপুরে বাড়ির পাশে দিয়ে যাওয়া নাটোর-দয়ারামপুর গ্রামীণ সড়ক পার হওয়ার সময় একটি অটোরিক্সার নিচে চাপা পড়ে লামিয়া।
স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী নিয়ে যাওয়ার পথে লামিয়া মারা যায়।
নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ সড়ক দুর্ঘটনায় লামিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …