নিজস্ব প্রতিবেদক:
“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্য জনে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নাটোরে পালিত হল ৫ম জাতীয় ভোটার দিবস-২০২৩। দিবসটি উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে ফিরে আসে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারওয়ারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার সাইফুর রহমান,জেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ারুল হক সহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় পরিচয় পত্র স্মার্ট করেছে। স্মার্ট জাতীয় পরিচয়পত্র আমাদের অহংকার। বিভিন্ন সরকার ক্ষমতায় থাকার সময় ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসেছে। কিন্তু এখন স্মার্ট কার্ডের মাধ্যমে জাল ভোট বা ভুয়া ভোট দেওয়ার কোন সুযোগ নেই।
দিবসটি উপলক্ষ্যে জেলা নির্বাচন অফিস চত্বরে বিভিন্ন ভোটার সেবা কার্যক্রম প্রদানের লক্ষ্যে দিনব্যাপী সেবা ক্যাম্পের আয়োজন করা হয়।