শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও নতুন ভবন উদ্বোধন 

নাটোরে শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও নতুন ভবন উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বড় হরিশপুর শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুলাহ আল সাকিব বাকী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই পাঠানসহ অন্যান্যরা।
এর আগে এক কোটি দুই লক্ষ বায়ান্ন হাজার তিনশো ছাপ্পান্ন টাকা ব্যায়ে বিদ্যালয়ের নতুন ভবনের ্সম্প্রসারিত দ্বিতল ও ত্রিতল ভবনের উদ্বোধন করেন নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। 

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …