সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / বগুড়া-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাকিরের ক্যালেন্ডার বিতরণ

বগুড়া-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাকিরের ক্যালেন্ডার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট গোলাম আকতার জাকির ক্যালেন্ডার বিতরণ করেছে। শুক্রবার নন্দীগ্রাম শহর ও ওমরপুরহাটসহ বিভিন্ন স্থানে তিনি ২০২৩ সালের ক্যালেন্ডার বিতরণ করেন।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্যপুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোষিত ১০দফা দাবি রাষ্ট্র পরিচালনার সর্বক্ষেত্রে বাস্তবায়নসহ আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান এবং সকল গণতন্ত্রকামী জনগণের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার পূর্বক নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধিনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুসম্পন্ন করার জোরালো দাবি জানাই। সেসময় তাঁর সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …