শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ঘোষণা ছাড়াই ২০ হাজার ডলার দেশে আনার সুযোগ

ঘোষণা ছাড়াই ২০ হাজার ডলার দেশে আনার সুযোগ

নিউজ ডেস্ক:

সেবা খাতে রপ্তানি আয়ের বৈদেশিক মুদ্রা দেশে আনার সুযোগ বাড়িয়ে দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এ খাতের উদ্যোক্তা ও রপ্তানিকারকরা ঘোষণা ছাড়াই ২০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে আনতে পারবেন। আগে ১০ হাজার ডলার আনার সুযোগ ছিল। গতকাল বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, সেবা খাতের বৈদেশিক মুদ্রার আয় ঘোষণা ছাড়া দেশে আনার সুযোগ বাড়িয়ে দ্বিগুণ করা হলেও প্রবাসীরা যত খুশি তত পরিমাণ রেমিট্যান্স দেশে পাঠাতে পারবেন, এজন্য কোনোরকম ঘোষণার প্রয়োজন হয় না। এর আগে ১ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে বিদেশি প্রতিষ্ঠানকে সেবা দিয়ে পাওয়া বৈদেশিক মুদ্রা বা ডলার দেশে আনার প্রক্রিয়া সহজ করতে বলা হয়। ওই নির্দেশনা অনুযায়ী, সেবার বিনিময়ে পাওয়া আয় আনতে কাগজের ফরম পূরণ করতে হবে না। ইলেকট্রনিক উপায়ে অনলাইনে ঘোষণা দিয়ে আনা যাবে। তবে নতুন নির্দেশনা অনুযায়ী, সি-ফরমে ঘোষণা ছাড়াই সেবা খাতের ২০ হাজার ডলার বা সমতুল্য অন্য মুদ্রায় প্রাপ্ত আয় এখন থেকে আনা যাবে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।

আরও দেখুন

সিংড়ায় জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক সিংড়া,…………নাটোরের সিংড়ায় জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সিংড়া …