নিজস্ব প্রতিবেদক:
নাটোর সপ্তম জেলা স্কাউট সমাবেশ ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সমাবেশের উদ্বোধন করেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
আজ বৃহস্পতিবার বিকেলে পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ মাঠে ৫ দিনব্যাপী এই স্কাউট সমাবেশ উদ্বোধন করা হয়। স্কাউট সমাবেশে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিনা সাত্তার, জেলা শিক্ষা অফিসার আখতার হোসেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহম্মেদ। এই সময় বক্তারা বলেন জেলা স্কাউট সমাবেশ প্রতি চারবছর পর পর অনুষ্ঠিত হয়। এই মিলন মেলায় জেলা প্রতিটা সদস্যর সাথে প্রতিটার সদস্যর ভিতর ভালোবাসা সৃষ্টি হয়। স্কাউট সদস্যরা মাদক এবং খারাপ কাজ থেকে নিজেদের দুরে রাখে। তারা সু নাগরিক হিসেবে দেশ ও সমাজ গড়ে তুলে।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …