নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া):
২৩ ফেব্রুয়ারি বগুড়ার নন্দীগ্রামে শামছুজ্জোহা হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শামছুজ্জোহা পরিবারের উদ্যোগে দুপুর ১২ টায় শহীদ শামছুজ্জোহা স্মরণীতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এরপর শোক সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এনামুল হক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ প্রমুখ।
উল্লেখ্য, ১৯৯৩ সালে জামায়াত-শিবির তৎকালীন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. শফিউল আলম বুলুর ছোট ছেলে ছাত্রলীগ নেতা শামছুজ্জোহাকে নির্মমভাবে হত্যা করে। সে থেকে বাংলাদেশ ছাত্রলীগ উপজেলা শাখা ও তাঁর পরিবার ২৩ ফেব্রুয়ারি নন্দীগ্রামে শামছুজ্জোহা হত্যা দিবস পালন করে আসছে। তাঁর রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।