সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ

ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক এক নারী আসামি কে গ্রেফতার করেছেন বাগাতিপাড়া মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২১ ফেব্রয়ারী) সন্ধ্যার পর তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই আসামি উপজেলার সদর ইউনিয়নের বসুপাড়া গ্রামের আবুল কালামের স্ত্রী রেখা বেগম (৪৭)।

মডেল থানা সূত্রে জানা যায়, একই এলাকার সিরাজ উদ্দিনের ছেলে হাসান আলী ২০২১ সালে নাটোর আদালতে আড়াই লাখ টাকার চেক জালিয়াতির একটি মামলা দায়ের করেন। ওই মামলায় চেকের ২লাখ ৫০ হাজার টাকা জরিমানাসহ কারাদণ্ডের আদেশ দেন বিজ্ঞ আদালত। এরপর থেকেই আসামি রেখা বেগম গোপনে ছিলেন। পরে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বাগাতিপাড়া থানার এ এস আই শরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বাসুপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই নারীকে তার নিজ বাড়ি থেকে আটক করেন।
এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী রেখা বেগমকে আটকের পর বুধবার (২২ ফেব্রয়ারী) দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …