রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে বড় ভাইয়ের সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে ছোট ভাইয়ের মৃত্যু 

লালপুরে বড় ভাইয়ের সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে ছোট ভাইয়ের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের লালপুরে বড় ভাইয়ের সুপারি চুরি করতে গিয়ে গাছে থেকে পড়ে বাবুল আকতার(৪৬) নামের এক চোরের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কুজিপুকুর গ্রামে এই ঘটনা ঘটে। সে একই এলাকার আবুল হোসেনের ছেলে।

জানা যায়, বাবুল এর আপন বড় ভাই আব্দুস সামাদ এর সুপারি গাছে  সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে  গুরুতর রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। পরে পরিবারের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …