বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

বড়াইগ্রামে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে বিয়ের প্রলোভনে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে উঠেছে। গত বৃহস্পতিবার উপজেলার বনপাড়া পৌর এলাকার এ ঘটনা ঘটে।

এ বিষয়ে মামলা প্রস্তুতি নিচ্ছে ওই ছাত্রীর পরিবার। অভিযুক্ত তরুনের নাম নয়ন ইসলাম (১৯)। তিনি উপজেলার একই এলাকার রওশন ইসলামের ছেলে।

মাদ্রাসা ছাত্রীর বোন জানান, ধর্ষণের শিকার ছাত্রী স্থানীয় একটি মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে পড়ে। মাদ্রাসায় যাওয়া-আসার পথে নয়ন ইসলামের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বৃহস্পতিবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে আল আমিন ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করে।

নয়ন ইসলাম বলেন, আমার সাথে বিয়ে দেওয়ার জন্য কয়েকবার প্রস্তাব দেওয়া হয়েছে। আমি বিয়ে করতে রাজি না হওয়ায় আমার বিরুদ্ধে কুৎষা রটানো হচ্ছে।

বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, থানায় কেউ লিখিত অভিযোগ করে নাই। অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …