নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা: নিহত ১

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা: নিহত ১

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক আপেল আহমেদ (২৪) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। গত বুধবার (১৫ ফেব্রয়ারি) রাত ৯টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর বটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আপেল বেড়গঙ্গারামপুর গ্রামের আনছার আলীর ছেলে। আহতরা হলেন, একই গ্রামের মান্নান প্রামানিকের ছেলে মেহেদী হাসান (১৫) ও মোস্তফা আলীর ছেলে জিল্লুর রহমান (২২)।
স্থানীয়রা জানান, নাজিরপুর থেকে বাড়ি ফেরার পথে বেড়গঙ্গারামপুর বটতলা মোড়ে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বটগাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেলটি। সেইসাথে চালক আপেলের মাথায় জোড়ে আঘাত লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আর মোটরসাইকেলে থাকা অপর দুইজনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে নিহত মেহেদীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও দেখুন

লালপুরে গমের নাড়া পোড়ানোর আগুনে লিচু বাগান

পুড়ে ছাই নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে গমের জমির নাড়া পোড়ানোর আগুনে পাশের বাগানের লিচু, আম,মেহগণিসহ …