বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / বিরামপুরে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

বিরামপুরে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক: 

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর উপজেলার কলেজ বাজার বটতলীতে ট্রাকচাপায় কলেজছাত্র ওমরফারুক (১৮) প্রাণহারান। আজ সোমবার শহরের কলেজ বাজার মহাসড়কে দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
কলেজ ছাত্র ওমর ফারুক বিরামপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং শহরের কৃষ্টচাঁদপুর গ্রামের আব্দুল খালেক ড্রাইভারের ছেলে।

স্থানীয়রা জানান,বিরামপুর থেকে ঘোড়াঘাট রেলগেট অভিমুখী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটর-সাইকেলকে চাপা দেয়। এ সময়ঘটনা স্থলেই ওই ছাত্র নিহত হন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার মালবাহীট্রাক টি বিরামপুর থানায় জব্দ করা হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরকরা হয়েছে।
বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। রাস্তা প্রশস্ত করার জন্য রাস্তার ডান পাশের খোড়া খুঁড়ির কাজ চলছে। এমতাবস্তায় রাস্তার স্পীডবেকারটি কে আরও উঁচু করতে হবে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …