সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

নন্দীগ্রামে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রদিবেদক, নন্দীগ্রাম:
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৫টি ইউনিয়নে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (১১ ফেব্রুয়ারি ) বিকেলে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালিপদ প্রামাণিকের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা নাজমুল হুদা, সানোয়ার হোসেন মিলন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাদশা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, ইউনিয়ন যুবলীগের সভাপতি লিটন কুমার চৌহান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ ও সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু রায়হান।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …