বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে শিক্ষা সফরের বাসের চাপায় একজনের মৃত্যু

বড়াইগ্রামে শিক্ষা সফরের বাসের চাপায় একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের বড়াইগ্রামে শিক্ষা সফরের একটি বাসের চাপায় বেলাল হোসেন (৪৯) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার বনপাড়া পাটোয়ারী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল বড়াইগ্রাম থানার মোড় এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ও পেশায় একজন বৈদ্যুতিক মিস্ত্রি। 

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, বনপাড়া বাজার থেকে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফেরার সময় বেলালকে চাপা দেয় বাস। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, পাশ^বর্তী লালপুর উপজেলার চকনাজিরপুর কারিগরি স্কুল এন্ড কলেজের শিক্ষা সফরের বাসটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথে এ দুর্ঘটনা ঘটলে বাসটি ঘুরে চকনাজিরপুরে এসে সকল শিক্ষার্থী ও শিক্ষকদের নামিয়ে দিয়ে চালক ও হেলপার পালিয়ে যায়। রাতেই বাসটি জব্দ করে হাইওয়ে থানা পুলিশ। 

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …