রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বিএনপির পদযাত্রা

নাটোরে বিএনপির পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক:

 দেশব্যাপী ইউনিয়ন পদযাত্রার অংশ হিসেবে নাটোরেও ইউনিয়নে ইউনিয়নে পদযাত্রা করেছে বিএনপি। চলমান গণ-আন্দোলন   ও   ১০   দফা   বাস্তবায়নের   দাবীতে   সকালে ছাতনী ইউনিয়নের দিয়ার পাড়া থেকে পদযাত্রা   শুরু করে ছাতনী বাজারে এসে সমাবেশ করে।

এসময়   উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, ইউনিয়ন বিএনপি সভাপতি ইব্রাহিম  হোসেন,ইউনিয়ন   বিএনপি   সাধারণ   সম্পাদক   মাজেদুর   রহমান, মাজেদ, সভাপতিত্ব   করেন   সিনিয়র   সহ   সভাপতি   ইউনিয়ন বিএনপি শহিদুর রহমান শহীদ।
সমাবেশে বক্তারা বেগম খালেদা জিয়াসহ বন্দি নেতাকর্মিদের মুক্তির দাবি জানান তারা।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …