সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / নবনির্বাচিত সাংসদ আব্দুল ওদুদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন 

নবনির্বাচিত সাংসদ আব্দুল ওদুদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের নবনির্বাচিত সাংসদ সদস্য  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আব্দুল ওদুদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে  শ্রদ্ধা জানান। 

আজ বৃহস্পতিবার  দুপুর  ১ টার দিকে সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে এ শ্রদ্ধা  নিবেদন করেন নবনির্বাচিত সাংসদ ও নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন  জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল আব্দুল নাসের পলেন, জেলা আওয়ামী লীগ সদস্য এমরান ফারুক মাসুম, আবু সুফিয়ান, শহিদুল হুদা অলক,

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক, জেলা কৃষক লীগের সভাপতি এ্যাড. আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল রতন, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি জিয়াউর রহমান তোতা, সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম, সদর উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি রুহুল আমিন, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল, বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ আল হাম্মাদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

এসময় নবনির্বাচিত সাংসদ সদস্য আব্দুল ওদুদ জানান যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ।সল্প সময়ের জন্য নির্বাচিত হলেও আমি চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের উন্নয়নে কাজ করবো। তিনি আরও বলেন যারা আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীকে হারানোর ষড়যন্ত্র করছিলেন দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন। ষড়যন্ত্র করে কখনো নৌকা কে হারানো যায় না।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …