বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের বড়াইগ্রামে কৃষক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নাটোরের বড়াইগ্রামে কৃষক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: 

নাটোরের বড়াইগ্রামে কৃষক বেলাল হত্যা বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।  আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বেলালের নিজ গ্রাম মশিন্দা গ্রামে এই কর্মসুচি পালন করা হয়। ঘন্টাব্যাপি মানববন্ধনকালে বক্তব্য রাখেন  নিহত বেলালের স্ত্রী আনোয়ারা বেগম, ছেলে আতাউর রহমান, আনিসুর রহমান, বোন আমেনা বেগম, সহ স্থানীয়রা । এসময় বক্তারা অভিযোগ করেন, ঘটনার সাথে অভিযুক্তরা উচ্চ আদালত থেকে জামিনে এসে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং বাদী পক্ষকে হুমকী দিচ্ছে। এমতাবস্থায় অভিযুক্তদের গ্রেফতার ও  সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।

উল্লেখ্য গত ১৩ ডিসেম্বর সকালে জমি সংক্রান্ত বিরোধের জেরে বেলালের ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেলে মৃত্যু বরন করেন বেলাল হোসেন।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …