নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে নাটোরের লালপুরে প্রচার মিছিল করেছে চাচা ও ভাতিজা। তবে স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের কোন প্রচার মিছিল চোখে দেখা যায়নি।
২৯ জানুয়ারি বিকেলে রাজশাহীর মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। লালপুর সদরে বাঘা-ঈশ্বরদী সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এসে শত শত নেতা-কর্মী সমাবেত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড: আবুল কালাম আজাদ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু প্রমুখ।
অন্যদিকে ওয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে থেকে শত শত মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালপুর সদরের বালিতিতা উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর ।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …