নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় সমুদ্রগামী জাহাজে চাকরি দেয়ার কথা বলে প্রতারণার অভিযোগ উঠেছে ইমদাদুল হক নামে এক প্রতারকের বিরুদ্ধে। সে উপজেলার চকতকিনগর গ্রামের মৃত ওয়াজ মন্ডলের ছেলে। বিভিন্ন সময়ে চাকরির প্রলোভন দিয়ে প্রায় ১৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে, দাবি করে প্রেস কনফারেন্স করেছে ভুক্তভোগীরা।
বুধবার (২৫ জানুয়ারি) রাতে উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক প্রেস কনফারেন্সে ৬ জন ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত থেকে তা দাবি করেন। ভুক্তভোগীদের মধ্যে, চক তকিনগর এলাকার মজিবুর রহমানের ছেলে মিজানুর রহমান সুজন (চাকরির জন্য ৩ লক্ষ টাকা দেন ২ বছর আগে), আনছার আলীর ছেলে ইমামুল ইসলাম (চাকরির জন্য ৫ লক্ষ ৫০ হাজার), আবুল হোসেনের ছেলে মজিবর রহমান (চাকরির জন্য ১ লক্ষ ১৫ হাজার), চকগোয়াশ এলাকার ফরহাদ আলীর ছেলে অহিদুর রহমান (৫০ হাজার চাকরির জন্য), আরশেদ আলীর স্ত্রী শাহারা বেগম (৩ লক্ষ টাকা ধার হিসেবে), সোলইপাড়া এলাকার আহমেদ আলীর ছেলে আব্দুল আলী (চাকরির জন্য ১ লক্ষ ২৫ হাজার টাকা) অন্যতম।
ভুক্তভোগীদের মধ্যে মিজানুর রহমান সুজন বলেন, “আমি প্রতারিত হয়ে এ মাসের ৭ তারিখে থানায় অভিযোগ করি। এবিষয়ে ফেসবুকে একটি পোস্ট করলে এসআই শিবলী জামান আমার বাড়িতে এসে আমার ফোনটি নিয়ে যায়। আমার ফেসবুক পোস্ট দেখে উপস্থিত বাকি ভুক্তভোগীরাও প্রতারিত হয়েছে বলে জানতে পারি।” অভিযুক্ত ইমদাদুল হক দাবি করেন, “আমার বিরুদ্ধে আনিত অভিযোগ গুলো সঠিক নয়।
চাকরি দেয়ার কথা বলে কোনো টাকা নেইনি। তবে তারা আমার আত্মীয় সুবাদে কয়েকজনের কাছ থেকে ব্যবসা করার জন্য কিছু টাকা নিয়েছি।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ইমদাদুলের বিরুদ্ধে অর্থ আত্মসাৎতের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …