বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় তথ্য-প্রযুক্তি বিষয়ে দিনব্যাপী কর্মশালা

সিংড়ায় তথ্য-প্রযুক্তি বিষয়ে দিনব্যাপী কর্মশালা

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় তথ্য-প্রযুক্তি বিষয়ে ৬০ জন শিক্ষককে নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের চকসিংড়ায় টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে বুধবার সকাল ১০টায় শুরু হয়ে দিনব্যাপী চলে এ কর্মশালা।

স্থানীয় সংসদ সদস্য, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলকের উদ্যোগে ১২দিনব্যাপী চলনবিল শিক্ষা উৎসবের ৬ষ্ঠ দিনে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৬০ জন শিক্ষককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার ও সাইবার নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান।

চলনবিল শিক্ষা উৎসব বাস্তবায়ন কমিটির আয়োজনে এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিক রকি প্রমুখ।

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী জেলা কার্যালয়ের প্রোগ্রামার বিপ্লব চন্দ্র সরকার, নাটোর জেলা কার্যালয়ের প্রোগ্রামার মো. সেলিম হোসেন, বগুড়া জেলা কার্যালয়ের প্রোগ্রামার মো. নাজমুল হোসেন, সিংড়া উপজেলার সহকারী প্রোগ্রামার মো. মাজদার আলী, লালপুর উপজেলার সহকারী প্রোগ্রামার মো. জাহাঙ্গীর আলম।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …