রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / বগুড়া-৪ আসনে উপনির্বাচনের প্রচারণায়
প্রার্থীকে পাচ্ছে না আওয়ামী লীগ নেতারা

বগুড়া-৪ আসনে উপনির্বাচনের প্রচারণায়
প্রার্থীকে পাচ্ছে না আওয়ামী লীগ নেতারা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
জাতীয় সংসদ উপনির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ১৪ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী একেএম রেজাউল করিম তানসেনকে ছাড়াই নির্বাচনী প্রচার-প্রচারণা ও ভোট প্রার্থনা করছেন আওয়ামী লীগ নেতাকর্মীদের। আগামী ১ ফেব্রুয়ারি এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে ১৪ দলীয় জোট মনোনীত প্রার্থীর পক্ষে নন্দীগ্রাম পৌরসভার বিভিন্ন এলাকায় মশাল প্রতীকে ভোট প্রার্থনা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ভোট প্রার্থনায় ১৪ দলীয় জোট প্রার্থী নেই কেন? এমন প্রশ্নের জবাবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা বলেন, আমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সামনেই আমাদের ১৪ দলীয় জোট প্রার্থী একেএম রেজাউল করিম তানসেনকে ফোন দিয়েছিলাম কিন্তু তিনি ফোন রিসিভ করেনি।

এক সাথে ভোট প্রার্থনা করার কথা থাকলেও সোমবার রাত ৮টা পর্যন্ত তিনি আমাদের সাথে কোনো যোগাযোগ করেননি। তাই আমরা প্রার্থীকে ছাড়াই আওয়ামী লীগের পক্ষ থেকে মানুষের কাছে ভোট চেয়েছি। এ বিষয়ে ১৪ দলীয় জোট প্রার্থী একেএম রেজাউল করিম তানসেনকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেনি।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …