বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / পদ্মা সেতু উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে স্মারক মুদ্রা প্রকাশ

পদ্মা সেতু উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে স্মারক মুদ্রা প্রকাশ

‘জাতির গৌরবের প্রতীক-পদ্মা সেতু’ উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে ১০০ টাকার স্মারক রৌপ্য মুদ্রা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুদ্রাটি ২২ জানুয়ারি থেকে কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে পাওয়া যাবে এবং পরে এটি সারা দেশের অন্যান্য শাখায় পাওয়া যাবে।

এই স্মারক মুদ্রাটি তরঙ্গ আকৃতির এবং ব্যাস হবে ৩৮ মিমি। প্রতিটি কয়েন ৩০ গ্রাম ওজনের ৯২৫ ফাইন সিলভার দিয়ে তৈরি। বক্সসহ কয়েনের দাম পড়বে ৫ হাজার টাকা। সূত্র : বাসস।

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …