নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখায় চিকিৎসক, স্বাস্থকর্মী ও বিভিন্ন পর্যায়ের ৪০ জন কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা এবং দু’জন স্বাস্থ্য কর্মকর্তাসহ অবসরপ্রাপ্ত ১৮ জন কর্মকর্তা-কর্মচারীকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স কক্ষে স্বাস্থ্য কর্মকর্তা ডা. খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাটোরের সিভিল সার্জন ডা. রোজী আরা খাতুন। মেডিকেল অফিসার ডা. মাসিয়াদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে নাটোর আধুনিক সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. পরিতোষ কুমার রায়, অবসরপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রঞ্জন কুমার দত্ত, প্রকৌশলী আবুল কালাম আজাদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. ডলি রাণী, মেডিকেল অফিসার ডা. মেহতাজুল ইসলাম ও ডা. মোক্তার হোসেন, স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রহমান, সাবেক স্বাস্থ্য পরিদর্শক কিরিটি গোস্বামী, স্বাস্থ্য সহকারী সৈকত ইসলাম ও সিএইচসিপি আব্দুল আউয়াল কবিরাজ বক্তব্য রাখেন। পরে অতিথিরা বিভিন্ন শাখায় স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখাসহ বিদায়ী কর্মকর্তা-কর্মচারীর হাতে সম্মাননা ক্রেষ্ট, পুষ্পস্তবক ও উপহার সামগ্রী তুলে দেন।
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে স্বাস্থ্য সেবায় অবদান রাখায় বিশেষ সম্মাননা ও বিদায় সংবর্ধনা প্রদান
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …