নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে গরু বোঝাই ভটভটি উল্টে চালকের মৃত্যু হয়েছে। এসময় ভটভটিতে থাকা ১৪টি গরুর নীচে পড়ে আহত হয়েছেন ৮ জন গরু ব্যবসায়ী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ফিডার রোডের তরমুজ তেল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জাকির হোসেন (৩০)। সে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের উপলশহর গ্রামের জালাল উদ্দিনের ছেলে। দুর্ঘটনার পর গুরুতর আহত আব্দুল কুদ্দুস (৪৫)কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ও বাকি ৭ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, সকালে গরুগুলো নিয়ে সিরাজগঞ্জের নওগাঁ হাটে যাচ্ছিলেন গরু ব্যবসায়ীরা। তরমুজ পাম্প এলাকায় ফিডার রোড থেকে মহাসড়কে উঠতে গিয়ে ভটভটি উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। তবে গরুগুলোর তেমন কোন ক্ষতি হয়নি।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …