নিজস্ব প্রতিবেদক:
নাটোরে লালপুরে মেডিকেয়ার হাসপাতাল ও ডায়াগনিস্টিক সেন্টারের চলমান কার্যক্রমে বাধা প্রদান ও সেবা নিতে আসা রোগীদের হয়রানি সহ হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানটির মালিক পক্ষ। দুপুরে লালপুর সদরের ওই হাসপাতাল সেন্টারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এস এম ইফতেখার হাসান।
এসময় তিনি বলেন,পার্শ্ববর্তী মানবকল্যাণ হাসপাতাল ও ডায়াগনিস্টিক সেন্টার নামের একটি নাম সর্বস্ব প্রতিষ্ঠান নিজেদের সেবা ও যন্ত্রপাতি মানহীন হওয়ায়,আমাদের প্রতিষ্ঠান চালু হলে তারা রোগী শূণ্য হয়ে পড়বে এমন আশংকায় শত্রতাবশত নানা ধরণের অপপ্রচার ও রোগীদের হুমকি প্রদান করে আসছে।
এছাড়া হাসপাতালে বাহিরে হট্টগোল ও রোগীদের হয়রানি করার চেষ্টা করেছে।আমরা বাধ্য হয়ে আইনের সহায়তা চেয়ে থানায় অভিযোগও করেছি। এছাড়াও তারা যেন আমাদের সুনাম নষ্ট না করতে পারে তার ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহব্বান জানাচ্ছি।
এবিষয়ে মানবকল্যাণ হাসপাতাল ও ডায়াগনিস্টিক সেন্টার এর মালিক একাব্বার হোসেন শান্তর মুঠো ফোনে যোগাযোগ করলে সে ফোন রিসিভ করেননি। এবিষয়ে লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন,দুটি প্রতিষ্ঠানের পক্ষ থেকেই অভিযোগ পেয়েছি তা তদন্ত করে আইনাণুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও দেখুন
নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত করা হয়েছে। এখন হেমন্তকাল। মাঠ …