নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় ২০০ কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

সিংড়ায় ২০০ কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:

নাটোরের সিংড়ায় ২০০ কৃষকের মাঝে সার-বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০০ কৃষকের মাঝে দেড় শতক অনাবাদী জায়গায় আবাদ বাড়াতে প্রায় ২৫-৩০ রকম বীজ, ৩৫ কেজি সারসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি।

শনিবার দুপুর ১২টায় উপজেলা হলরুমে কৃৃষক সমাবেশ ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান।

অনাবাদি জমিতে আবাদ বাড়াতে ‘এক ইঞ্চি জমি অনাবাদি ও পতিত থাকবে না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে বাড়ির আঙিনায় ও অনাবাদি পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় ২০০ জন কৃষককে ১.৫ শতক প্রদর্শনীর জন্য সবজি ও ফলের বীজ, চারা, জৈব ও রাসায়নিক সার, বীজ সংরক্ষণের পাত্র ও ঝাঁজরি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি এড. ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেলিম রেজা প্রমুখ।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …