নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে একদিকে ইসলামী জালসা অপরদিকে খড়ের পালায় আগুন

নন্দীগ্রামে একদিকে ইসলামী জালসা অপরদিকে খড়ের পালায় আগুন

নজিস্ব প্রতবিদেক, বগুড়া:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার গছাইল গ্রামে একদিকে ইসলামী জালসা চলছিলো। অপরদিকে খড়ের পালায় আগুন দিয়ে পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা। এতে প্রায় ২৪ হাজার টাকা ক্ষতি হয়েছে এক কৃষকের। শনিবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এতথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে গছাইল গ্রামে বার্ষিক ইসলামী জালসা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গ্রামেৃর প্রতিটি বাড়িতে আত্মীয়-স্বজন নিয়ে সবাই ব্যস্ত ছিলো। সেই সুযোগে দুর্বৃত্তরা ওই গ্রামের কৃষক আব্দুল আজিজের ৮ বিঘা জমির খড়ের পালায় আগুন লাগিয়ে দেয়। আগুনের শিখা দেখে গ্রামের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসী জানান, নন্দীগ্রাম উপজেলায় মাঝে মধ্যেই শত্রুতামূলক খড়ের পালায় আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এর তেমন কোনো প্রতিকার নেই। তাই অহরহভাবে এমন ঘটনা ঘটেই চলছে।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …