বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / সিংড়ায় গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

সিংড়ায় গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:

নাটোরের সিংড়ায় গাঁজাসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার সন্ধ্যায় উপজেলার বিলদহর মৎস্যজীবিপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব জানায়, নাটোর র‍্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক, সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে বুধবার সন্ধ্যায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার বিলদহর মৎসজীবিপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭৭০ গ্রাম গাঁজা, ২টি মোবাইল, ২টি সীমকার্ড ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৯’শত টাকাসহ কালিনগর গ্রামের মৃত আলতাব মোল্লার ছেলে মোঃ সোহেল রানা (৩০) ও মৎস্যজীবিপাড়ার জামাল হোসেনের ছেলে মোঃ তাহিদ (২০) কে গ্রেপ্তার করে র‍্যাব।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, গাঁজাসহ আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

নাটোরে আন্তঃ ক্যাডার বৈষম্য নিদর্শন এর দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫ টি ক্যাডারের (বিসিএস প্রশাসন ক্যাডার বাদে) সমন্বয়ে গঠিত আন্তঃক্যাডার বৈষম্য …